কলাপাড়ায় মানবপাচার রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশগ্রহন করেন।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তন হল রুমে এ সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।

ইপজিয়া প্রোজেক্ট’র প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন পাখিমার প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, গির্জার পুরোহিত হেবল বৈদ্য, মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন, মন্দিরের পুরোহিত মিহির চক্রবর্তী, সাংবাদিক এসকে রঞ্জন প্রমুখ। বক্তারা মানবপাচার রোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আরও পড়ুন...