উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের সদস্যদের নিয়ে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক গবেষনা সংস্থার এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর আয়োজন করে। এতে নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দলের সদস্য ও কমিউনিটি সঞ্চয় গ্রুপের ৭৯ প্রান্তিক নারীরা অংশগ্রহন করেন।
এ সম্মেলনে নারীদের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম ব্যবসায় শিক্ষা সম্পৃক্ত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কে আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২এর সহকারী গবেষণা মো.বখতিয়ার রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান, উপ-সহকারী প্রাণীসম্পদ অফিসার শুভাশীষ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইকোফিশ-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল ইসলাম, জেন্ডার স্পেশালিষ্ট রেজোয়ান শারমিন প্রমুখ।
এছাড়া বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিনিধি, ব্লু-গার্ড সদস্য, সহ-ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহকারী গবেষণা মো. বখতিয়ার রহমান বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য ২০২০ সাল থেকে মোট ১৫ হাজার মৎস্যজীবী পরিবার নিয়ে ইকোফিশ-২ কাজ করছে। যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ, ব্যবসা শিক্ষা সাক্ষরতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সহায়তার পুষ্টি ও জেন্ডার এর বিষয়ে সচেতনতা সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাসহ নানা বিষয়ে কাজ করছে।
ইউ এস এ আইডি’র ইকোফিশ-২ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী নারী সম্মেলনের আয়োজন করা হয়। “জীববৈচিত্র্য রক্ষায় নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে” এ শ্লোগনাকে সামনে রেখে নারী সম্মেলনটি উদযাপন করা হয়েছে।