উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ বৈষম্য দূরীকরনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও জমিয়াতুল মোদারেসিন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা মো. ওসমান গনী প্রমুখ।