কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানদারদের পাশে এমপি মহিব


পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাদুকা ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।

বৃহস্পতিবার সকালে পৌরশহরের নতুন বাজারজুতা পট্টি এলাকায় তিনি আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করেছেন। এ সময় ব্যাক্তিগত তহবিল ক্ষতিগ্রস্থ দোকানিদের মাঝে ৪০ হাজার টাকা প্রদান করেন। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদর, উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান, বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সাধানর সম্পাদক ফিরোজ শিকদারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ বুধবার দুপুর দেড় টার দিকে পৌরশহরের নতুন বাজার জুতা পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি পাদুকার দোকান ও একটি চায়ের দোকান ভস্মিভূত হয়। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

পিবিএ/ইউকেএইচ/এমএসএম

আরও পড়ুন...