কলাপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রাম থেকে দুই সন্তানের জননী ফাতেমা বেগম (২৪) এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের শ্বশুড়বাড়ির স্বজনরা পুলিশকে জানায় ফাতেমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর শাশুড়ী ফাহিমা বেগম ও দেবর রিপন মাতুব্বরকে আটক করে।

পুলিশ জানায়, আরামগঞ্জ গ্রামের জুয়েল মাতুব্বরের স্ত্রী ফাতেমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ বিছানায় শোয়ানো অবস্থায় দেখতে পান। ফাতিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কি কারনে ফাতেমা আত্মহত্যা করেছে তা জানতে পারেনি স্বজনরা।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য শ্বাশুড়ী ও দেবরকে আটক করা হয়।

পিবিএ/ইউতএইচ/এমএসএম

আরও পড়ুন...