উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১ দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ওই গৃহবধূর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।