কলাপাড়ায় ছয় চোর আটক

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ছয় চোরকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার বাতে উপজেলার ধানখালীর ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভাঙ্গারি কিছু মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো রাসেল, সাইফুল, ইমন বিশ্বাস, সালাউদ্দিন বিশ্বাস, জুয়েল মোল্লা ও মিরাজ। এদের প্রত্যেকের বাড়ি ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনই তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে লোহা-লক্করসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হচ্ছিলো। এদের সাথে স্থানীয় একটি চক্রও জড়িত রয়েছে বলে জানা যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত)মো. আসাদুর রহমান পিবিএ’কে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/ইউকে/হক

আরও পড়ুন...