উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে জাটকা সংরক্ষন সপ্তাহ।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মৎস্য বন্দর আলীপুরে একটি র্যালী শেষে বিএফডিসি আড়ৎ ঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ এর আয়োজন করে। এতে সমুদ্রগামী জেলে, মৎস্য ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। সভার সভাপতিত্ব করেন আলীপুর মাছ ঘাটের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল জলিল। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিস মেরিন অফিসার মো.আশিকুর রহমান, ইকোফিশ-ওয়ার্ল্ডফিশ সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান, টিএমএসএস, ইকোফিশ আবুল বাশার, কুয়াকাটা নৌ পুলিশ এস আই তাপস কুমার সরকার প্রমুখ।
বক্তারা জাটকা সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, জলবায়ু পরিবর্তন, দায়িত্বশীল মাছ আহরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।