পিবিএ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় মো.নান্নু মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
তার বাড়ি উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে। সে পেশায় কৃষক। করোনা সনাক্তের জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.সাইমুন সুলতানা শান্তা জানান, তাকে ভর্তি দেয়ার পর অবস্থা খারাপ শুনে রোগীদের কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার শ্বাস কষ্ট, হাইপারটেনশন ছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পিবিএ/ উত্তম কুমার হাওলাদার/মোআ