পিবিএ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩৫৩ জন প্রতিবন্ধীদের মাঝে ২ হাজার টাকা করে ৭ লক্ষ ৬ হাজার টাকা দেয়া হয়।
বুধবার দুপুর এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে ক্যাফোড, ইউকে এর আর্থিক সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান এস.এম. রাকিবুল আহসান প্রধান অতিথি উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ করেন। এসময় লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কলাপাড়া উপজেলা প্রজেক্ট কো-অর্র্ডিনেটর মো. আল্লামা ইকবাল, ফিল্ড কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন খান উপস্থিত ছিলেন।
পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এএম