উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষ পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কলাপাড়ায় দ্বায়িত্বরত সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কলাপাড়া উপজেলা কোটা আন্দোলনের সমন্বয়ক সাইফ আল রেদওয়ান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: সুভাষ চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।