পিবিএ,ঢাকা: রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে এক মাসের বাড়ি ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ওই বাড়ির মালিক নূর আক্তার শম্পাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে শম্পার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে এ মামলায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সাইদুর রহমান তার বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে নুর আক্তার শম্পাকে আদালতে হাজির করেন।
বুধবার শম্পার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত শরীফ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় থেকে র্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে কলাবাগানের ওই বাড়ির মালিক নুর আক্তার শম্পাকে আটক করে।এরপর জিঞ্জাসাবাদ শেষে তারা শম্পাকে পুলিশের কাছে সোপর্দ করে।
পিবিএ/মনির হোসেন জীবন/এমআর