এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় খেলতে যেয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামের চার বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(০৪) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কলোরোয়া উপজেলার রুদ্রপুর গ্রামে শিশুর পানিতে ডুবে যাওয়ার ঘটনাটি ঘটে। মৃত্যু শিশুটি একই গ্রামের আব্দুস ছালামের মেয়ে।
মৃত্যু শিশুটির পিতা আব্দুস ছালাম জানান, আমার ছোট মেয়েটি বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে পাশের পুকুরের পানিতে ডুবে যায়। তার মা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে মরিয়মকে উদ্ধার করে। শিশুটিকে নিয়ে দ্রুত চিকিৎসার জন্য কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সকাল ১১টা ১০ মিনিটে মরিয়মকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসআই (নিঃ) শ্রীকান্ত রায় শিশুটি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।