কলার দাম শুনে চক্ষু চড়কগাছ রাহুল বোসের!

পিবিএ,ডেস্ক: কখনও ফলের দাম শুনে চক্ষু চড়কগাছ হয়েছে?‌ কখনও ফল মাথাব্যথারও কারণ হয়ে দাঁড়িয়েছে?‌ তবে সেটাও যে হতে পারে তা প্রমাণ–সহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন অভিনেতা–প্রযোজক রাহুল বোস। ওয়ার্কআউটের পরে দু’টো কলাই চেয়েছিলেন তিনি।

তা পেয়েও ছিলেন সজ্জিত অবস্থায়। কিন্তু সেই কলার মূল্য যে এভাবে চোকাতে হবে সেটা কল্পনাও করতে পারেননি অভিনেতা। ব্যাপারটা আসলে কী?‌ টুইটারে ভিডিও পোস্ট করে রাহুল জানান, শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলে উঠেছিলেন তিনি। ‘‌জেডব্লিউ ম্যারিওট’ হোটেলটির নাম‌।

সকালে প্রাতরাশের জন্য দু’টো কলা অর্ডার দেওয়ার পরই চমক লাগে। থালা সাজিয়ে ঝকঝকে দু’টো কলা তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে একটা বিলও। দু’টি কলা এবং তার সঙ্গে জিএসটি ও হয়তো বা ঘরে বয়ে নিয়ে আসার টিপস–সহ সব মিলিয়ে দামটা ৪৪২ টাকা ৫০ পয়সা। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়েছে তাঁর।

টুইটারে অবশ্য সেই কলা এবং বিলের ছবি পোস্ট করে রাহুলের কৌতুক মন্তব্য, ‘হোটেলকে অভিনন্দন এমন অসাধারণ কলা আমাকে উপহার দেওয়ার জন্য। এটা সত্যিই আমার জন্য খুব ভাল।’ এমন অগ্নিমূল্য কলার ছবি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। আর কমেন্ট, খদ্দেরদের বোকা বানায় পাঁচতারা হোটেলগুলি, ঘর–ভাড়াই যখন এত বেশি তখন আর খাবারের খরচ যোগ করা কেন?, এক্কেবারে সোনায় মোড়া কলা ইত্যাদি।‌‌

পিবিএ/ইকে

আরও পড়ুন...