২। উপকরণ- কাঁচা আম টুকরা করা ২/৩ টি,চিনি-বিটলবণ-পুদিনাপাতা বাটা-লেবুর রস পরিমান মত,পানি ৮ কাপ,ভাজা ধনে ও জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি ও গোলমরিচ।
প্রণালি: প্রথমে কাঁচা আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁচা আমের বোরহানি।
৩। উপকরণ- কাঁচা আম ৩/৪ টি,চিনি-লবন-ভাজা জিরা গুঁড়া-শুকনা মরিচ টেলে গুঁড়া করা-বিট লবন পরিমানমত,পানি দেড় লিটার।
প্রণালী- খোসাসহ আম ভালো করে আগুনে পুড়িয়ে নিন। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে চটকে পাল্প বের করে নিন। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন পোড়া আমের শরবত।
পিবিএ/এমএস