
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ড্রাফটে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএল। এর আগে আজ ড্রাফট থেকে পছন্দের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে খাতা কলমে সেরা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে কুমিল্লা। একনজরে দেখে নিন যেমন হলো দলটি:
রিটেইন দেশি ক্রিকেটার: লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সলাম
রিটেইন বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান ), সুনিল নারিতানভির ইন (ওয়েস্ট ইন্ডিজ)
সরাসরি দলে নেয়া দেশি ক্রিকেটার: তাওহীদ হৃদয়
সরাসরি দলে নেয়া বিদেশি ক্রিকেটার: মঈন আলি (ইংল্যান্ড), জনসন চার্লস, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, নাসিম শাহ (পাকিস্তান), রশিদ খান ও নুর আহমেদ (আফগানিস্তান
ড্রাফট থেকে দেশি: জাকের আলী অনিক, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল ইসলাম অংকন, মোহাম্মদ রিশাদ হোসেন, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মোহাম্মদ আনামুল হক
ড্রাফট থেকে বিদেশি: রাহকিম কর্নওয়াল, ম্যাথিউ ওয়াল্টার ফোর্ড।