কাছে আসতেই অঙ্কুশকে ঝাঁটাপেটা করলেন ঐন্দ্রিলা ভিডিও ভাইরাল

পিবিএ ডেস্ক: রোমান্টিক মুডে, গান গাইতে গাইতে প্রেমিকা ঐন্দ্রিলার দিকে এগিয়ে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। ভেবেছিলেন ঐন্দ্রিলাও সাড়া দেবেন তার ডাকে। কিন্তু ফল হল ঠিক উল্টো। ঝাঁটা নিয়ে ঐন্দ্রিলা তেড়ে গেলেন অঙ্কুশের দিকে। ঝাঁপপেটা করে তাড়িয়ে তো দিলেনই, ‘খালপাড়ার শাহরুখ খান’ বলে গালমন্দও করলেন।

ফেসবুকে সেই ঝাঁটাপেটার ভিডিও পোস্ট করেছেন স্বয়ং অঙ্কুশ। তাহলে কি প্রেম উবে গেল? মোটেই নয়। করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সরকার থেকে চিকিৎসক বারে বারেই সামাজিক দূরত্ব বজার রাখার কথা বলে আসছেন জনসাধারণকে। হোক না সে যত কাছেরই মানুষ, এই সময় কাছে আসা যে ‘নৈব নৈব চ’, সেই বার্তাই দিতে চেয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এই যেমন ভিডিওতে ঐন্দ্রিলা বলছেন, ‘আমার যদি করোনাভাইরাস হয় কে দেখবে? সত্যিই তো। প্রেম তো পালাবে না। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে এই কয়েকটা দিন না হয় হয়ে যাক খানিক ‘বিরহ যাপন’।

দুদিন আগেই জন্মদিন গেছে ঐন্দ্রিলার। লকডাউনের জেরে প্ল্যান হয়নি এবার। বাড়িতেই বানানো হয়েছিল মাটন, পায়েস। আপাতত মাকে নিয়ে অঙ্কুশের বাড়িতেই রয়েছেন ‘ফাগুন বউ’। দিন গুণছেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাওয়ার।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...