কাতারে করোনায় আক্রান্ত তিন হাজার বাংলাদেশি

পিবিএ,ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে কাতারে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ৪ বাংলাদেশিসহ মারা গেছেন ১২ জন। রোববার (৩ মে) কাতার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের ১৮ ভাগই প্রবাসী বাংলাদেশি। সংখ্যার হিসাবে প্রায় তিন হাজার। এ অবস্থায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। রয়েছে খাদ্যসঙ্কটও।
করোনায় আক্রান্ত ও মৃতের ঝুঁকিতে থাকা প্রবাসীদের চাকরি হারিয়েছেন কেউ কেউ। তাদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বিভিন্ন সংগঠন।

কাতারে মোট আক্রান্তের মধ্যে ৩২ শতাংশ ভারতীয়, ২০ শতাংশ নেপালি আর ৬ শতাংশ স্থানীয়সহ বিভিন্ন দেশের নাগরিক।
পিবিএ/এএম

আরও পড়ুন...