পিবিএ,খেলাধুলা: রাশিয়া বিশ্বকাপের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের কাছে তরতাজা। ২০১৮ সালের ১৫ জুলাই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। দুই বছর বাদে ঠিক একই দিনেই আরেকটি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করল ফিফা। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। গতকাল বুধবার টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সূচি প্রকাশ করেছে ফিফা। টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতারের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে প্রথম ম্যাচ। ১০ ঘণ্টার মাথায় চতুর্থ ম্যাচ শুরু হবে রাত ১০টায়।
আল বাইত স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬০ হাজার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি গড়াবে ১৮ ডিসেম্বর। ম্যাচটি গড়াবে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।
মধ্যপ্রাচ্যে এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হচ্ছে। কিন্তু টুর্নামেন্টের ভেন্যুর কাজও এখনো শেষ করতে পারেনি স্বাগতিক কাতার। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল বাইত ও ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের কাজ এখনো চলছে।
তবে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সিইও নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে। তাছাড়া রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
স্টেডিয়ামগুলোর দূরত্ব বেশি না হওয়ায় ৩২ দলের এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচই স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।
পিবিএ/এসডি