পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানুষ সন্ত্রাসী শাকিল বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। সন্ত্রাসের প্রতিবাদ করলেই নেমে আসে অত্যাচার নির্যাতন। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এই বাহিনীর নিত্য ঘটনা। তাদের হাতে নিরাপদ নয়, স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এই বাহিনীর কয়েক সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে দিলেও সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় শাকিল বাহিনীর প্রধান শাকিল ও তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। তবে সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
সরেজমিন গিয়ে জানা যায়, কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের ধন কাজী বাড়ির সামছুল হকের পুত্র ইয়াছিন আরাফাত শাকিল হাজীপুর গ্রামের পাঠান বাড়ির অন্তর, ঘটলা গ্রামের নায়েম, আজিজ ও ফাহিমকে সাথে নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন থেকে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। স্থানীয় ঘাটলা বাজার, হাসপাতাল মার্কেট, হোরনবিবি বাজার ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ এই বাহিনীর কাছে জিম্মি ও অনেকটা অসহায়। এই বাহিনীর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার ও স্কুল কলেজগামী ছাত্রীদের ইভটিজিং এর অভিযোগও রয়েছে। সম্প্রতি চাঁদার দাবীতে একাধিক সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে শাকিল বাহিনী। পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে কয়েকজন নিরীহ জনগণকে। শাকিল বাহিনীর সদস্যরা ভাড়াটিয়া হিসেবেও ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলায় অংশ নেয়। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই নেমে আসে অত্যাচার আর নির্যাতনের খড়ক।
শাকিল ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রয়েছে থানায় ও আদালতে একাধিক মামলা, অনেকে চাসর্শীটভূক্ত আসামী, রয়েছে ওয়ারেন্টও। এলাকাবাসী শাকিল বাহিনীর একাধিক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলেও সম্প্রতি তারা জামিনে বেরিয়ে আরো বেপরোয় হয়ে উঠেছে। দিব্যি ঘুরে বেড়ায় তারা, ফেসবুকে অস্ত্রের ছবি দিয়ে প্রতিপক্ষকে হুমকি দেয়। নিজেদের অপকর্ম ঢাকতে ফেসবুকে ফেক আই.ডি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো সন্ত্রাসের গুজব ছড়ায়। নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মী ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে শাকিল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
এমতাবস্থায় শাকিল বাহিনীর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবী করেছেন স্থানীয় জনপ্রতিনধি, আওয়ামীলীগ নেতাকর্মী ও এলাকাবাসী।
শাকিল বাহিনীর হাতে নির্যাতনের শিকার ঘটলা গ্রামের একাধিক ব্যাক্তি জানান, আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূঁগছি। এই বাহিনীর সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দ্রুত গ্রেফতার করা না হলে এলাকায় অশান্তি আরো বেড়ে যাবে।
কাদিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম সারোয়ার রুবেল বলেন, শাকিল, অন্তর, নাইম এদের একটি রয়েছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজিই এদের পেশা। তাদের বিরুদ্ধে থানায় ও আদালতে অনেক মামলা আছে। তিনি এসব অপরাধীদের বিচার দাবী করেন।
কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, সম্প্রতি ঘটলা এলাকায় শাকিল বাহিনী নামের একটি কিশোর গ্যাং তৈরী হয়েছে। একটি রাজনৈতিক অপশক্তি কুচক্রিমহলের আশ্রয়ে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভের বৃষ্টি হয়েছে। এরা আমাদের দলেরও বদনাম করছে। তাই দ্রুত সন্ত্রাসী শাকিল ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এদিকে বক্তব্যের জন্য সরেজমিন শাকিলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার পিতা সামছুল হক জানান, দীর্ঘদিন শাকিল বাড়িতে নেই, শাকিল কোন অপরাধের সাথে জড়িত নয় বলেও তিনি দাবী করেন। ফেসবুকে অস্ত্র হাতে নিয়ে ছবি পোষ্ট করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ জানান, সন্ত্রাসীরা রাজনৈতিক সেল্টারে থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছেনা। তবে কেউ ফৌজদারী অপরাধ করলে সাথে সাথে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবেনা। যে কোন অপরাধীকেই ধরতে তৎপর রয়েছে পুলিশ।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি