কাদিয়ানী সম্মেলন বন্ধে সরকারি হস্তক্ষেপ চান আল্লামা শফি

allama_safi-PBA

খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী: পঞ্চগড়ে কাদিয়ানীদের ৩দিন ব্যাপী সম্মেলন অবিলম্বে বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক সরওয়ার কামাল প্রেরিত এক বিবৃতিতে তার এ হস্তক্ষেপ চাওয়ার কথা জানানো হয়।

বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা আহমদ শফি বলেন,পঞ্চগড়ে কাদিয়ানিরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিতভাবে কাফের। অথচ তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করে। এরই অংশ হলো পঞ্চগড়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্মেলন। কাদিয়ানিদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সাথে পরিপূর্ণ একাত্মা ঘোষণা করছি এবং কাদিয়ানিদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি। যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হবো।

আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, খতমে নবুয়তের বরকতময় আন্দোলন যারা করছেন, তারাসহ সকল দ্বীনি আন্দোলনের নেতাকর্মীদের কালবিলম্ব না করে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুয়তের চিরশত্রু কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...