পিবিএ,ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ঢাকায় আসছেন। সোমবার (০৪ মার্চ) বেলা ১২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রখ্যাত এ হৃদরোগ বিশেষজ্ঞে অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে বিএসএমএমইউ’র একটি প্রতিনিধি দল বিমানবন্দরে গেছেন।
জানা গেছে, ব্যাঙ্গালুরু থেকে এরই মধ্যে দেবী শেঠী কলকাতায় এসে পৌঁছছেন। প্রক্রিয়া শেষ করার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এর আগে রোববার (৩ মার্চ) রাতে সংবাদ সম্মেলনে ডা. কনক কান্তি বলেছিলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাত-পা নাড়ছেন, প্রস্রাব হচ্ছে, যেটা দুপুরের দিকে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তার অবস্থা এখন উন্নতির দিকে।
এছাড়া উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে সিঙ্গাপুর নেওয়ার চিন্তা করা হলেও পরে সেখান থেকেই ঢাকায় আসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে আপাতত সিঙ্গাপুর না নেওয়ার সিদ্ধান্ত হয়।
পিবিএ/এফএস