পিবিএ,ডেস্ক: আজ মঙ্গলবার কানাডার একটি হাসপাতালে কাদের খান (৮১) মারা গেছেন। তাঁর ছেলে সরফরাজ খান পিটিআইকে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সরফরাজ খান তার স্ত্রীকে নিয়ে কানাডায় আছেন। কাদের খান অনেক দিন যাবৎ তাঁদের কাছেই ছিলেন।
বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি শেষ দিকে কাদের খান শ্বাসকষ্টেও ভুগছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়, দুই দিন আগে। তাঁকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়, খুবই অসুস্থ অবস্থায়। জ্ঞান থাকা অবস্থায় তিনি কথা বলতে পারছিলেন না, চোখের ইশারায় যোগাযোগ করিছলেন। তাঁকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক । তখন তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল।কিছুদিন আগেই জানা গেছে, কাদের খান অনেক দিন থেকেই প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন। এ রোগে আক্রান্ত রোগীরা মানিসক ভারসাম্য ও স্মৃতি হারিয়ে ফেলেন। তাঁর হাঁটুতে একটি অস্ত্রোপচার করা হয়েছিল ২০১৭ সালে । তিনি বাক্শক্তি হারিয়ে ফেলেন প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি (পিএসপির) কারণে ।
উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রখ্যাত অভিনেতার জন্ম ।প্রায় ৩০০ বলিউড ছবিতে অভিনয় করেছেন কাদের খান এবং ২৫০টি ছবির সংলাপ লিখেছেন। ১৯৭৩ সালে ‘দাগ’ ছবি দিয়ে বলিউডে অভিনয়জীবন শুরু করেন কাদের খান।
পিবিএ/আরএইচ