কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত, বিকেলে রায়

পিবিএ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে করার পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে শুনানিতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত করেছে।

কাদের সিদ্দিকী দুটি আসনে টাঙ্গাইল-৪ ও ৮ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী ঋণ খেলাপি হওয়ায় দুইটি আসনে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

শনিবার ৮ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির তিন দিনের আজ শেষ দিন। নির্বাচন কমিশন ভবনের ১১ তালায় এই আপিল শুনানি হয়।

দুপুর পর্যন্ত ৮৩ জনের আপিল শুনানি করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে ৩৫ জনের প্রার্থিতা বৈধ এবং ৪১ জন প্রার্থিতা অবৈধ করা হয়েছে। সিদ্ধান্ত দেওয়া হয়নি ৭ জনের।

আপিলে বৈধতার মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খান ও আওয়ামী লীগ নেতা সাইমুম সরোয়ার। অপর দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আফসান চৌধুরীর মনোনয়ন স্থগিত রয়েছে।

আপিলে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সহ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ৩১০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফেরত পেয়েছেন ১৫৮ জন। আর বাতিল হয়েছে ১৪১ জনের প্রার্থিতা। আজ ২৩৩ জনের শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

পিবিএ/এসআই/জেডআই

আরও পড়ুন...