কাপড় ছাড়াও ওয়াশিং মেশিনে আরও যা ধোয়া যায়!

washing-machinePBA

পিবিএ ডেস্ক: জামা-কাপড় ধোয়ার কাজ সহজ করতে আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি। সাধারণত ভারি থেকে হালকা বিভিন্ন রকম পোশাকই ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হয়। এতে পরিশ্রম যেমন কমে, তেমনি পরিষ্কারও ভাল হয়। কিন্তু জানেন কি এমন অনেক জিনিসই আছে যা পরিষ্কার করতে পারবেন ওয়াশিং মেশিনে। আমরা অনেকেই এই সব জিনিস এভাবে পরিষ্কার করার কথা চিন্তাও করি নেই। দেখে নিন কোন কোন জিনিস পরিষ্কার করার শ্রম কমিয়ে সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারেন।

খেলার সরঞ্জাম

নিজের বা বাড়ির কোনও সদস্যের খেলাধুলোর সরঞ্জাম আপনি সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারেন। জার্সি ছাড়াও টুপি, গ্লাভস, প্যাড, হ্যান্ডব্যান্ড ইত্যাদি আপনি পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। স্লো ওয়াশিং সাইকেল পদ্ধতিতে ও হালকা ক্ষারযুক্ত কোনো ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করতে পারবেন।

বাজারের ব্যাগ

বাজারের ধুলো-কাদায় ব্যাগ নোংরা হয়ে যাওয়াই স্বাভাবিক। সঙ্গে কাঁচা শাক-সবজির ও মাছ-মাংসের দাগেও ব্যাগ নোংরা হয়। চটের বা কাপড়ের তৈরি ব্যাগও ধোয়ার কাজ করতে পারেন ওয়াশিং মেশিনে।

রান্নাঘরের সরঞ্জাম

ওভেনের মুখের রাবারব্যান্ড হোক, টেবিল ম্যাট ওয়াশিং মেশিনে পরিষ্কার করুন। তবে ঠাণ্ডা পানি ব্যবহার করেই কিন্তু ধোয়ার কাজ করতে হবে।

গৃহস্থালির সরঞ্জাম

যোগাসন করার ম্যাট, পাপোশ, মাউজ প্যাড এসবও সহজেই ওয়াশিং মেশিনে দিতে পারেন। তবে এগুলো দেয়ার সময় কখনোই গরম পানি ব্যবহার করবেন না। কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট ও ঠাণ্ডা পানিতেই পরিষ্কার করুন এসব।

জুতা

শুনে অবাক হবেন যে ওয়াশিং মেশিনেই পরিষ্কার করতে পারবেন জুতাও। কাপড়ের যেকোনো জুতা পরিষ্কার করতে এই যন্ত্রের ব্যবহার করা যায়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...