কাপাসিয়ায় করোনা চিকিৎসায় হাসপাতাল ছেড়ে দিলেন ডাঃ রুহুল আমিন


পিবিএ,কাপাসিয়া(গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় করোনা চিকিৎসায় নিজের হাসপাতাল ছেড়ে দিলেন অধ্যাপক ডাঃ রুহুল আমিন।
উপজেলার রায়েদ এলাকায় মডিউল কমিউনিটি হাসপাতাল করোনা রুগী সনাক্তকারীদের জন্য নিধারণ করা হয়েছে।

কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা চেয়ারম্যান এড.আমানত হোসেন ও নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার প্রচেষ্টায় আজ সকালে ওই বেসরকারী হাসপাতালটি দিতে সম্মত হন। এই দুঃসময়ে এগিয়ে হাসপাতাল ব্যবহারের সম্মতি দেয়ায় তাকে সবাই সাধুবাদ জানিয়েছে।

আজ মঙ্গলবার কাপাসিয়ার রায়েদ দরগা বাজারের পাশে অবস্থিত গাজীপুরের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল মডিউল কমিউনিটি হাসপাতাল” করোনার ট্রিটমেন্ট- এর জন্য প্রস্তত করা হয়েছে ।

সুত্র জানান, মডিউল কমিউনিটি হাসপাতাল আধুনিক ও উন্নত প্রযুক্তির এক বৃহৎ হাসপাতাল যার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালের বিভাগীয় প্রধান কাপাসিয়ার সুর্য সন্তান অধ্যাপক ডাক্তার মোঃ রুহুল আমিন । নির্মান কাজ শেষে এতদিন হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় ছিলো। চলমান সংকটাপন্ন সময়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই হাসপাতালে [কোভিট-১৯] এর চিকিৎসা আগামী কাল থেকেই শুরু হওয়ার কথা রয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসা. ইসমাত আরা জানান, এখন থেকে করোনা প্রজেটিভ রোগীদের ওই হাসপাতালে রাখা হবে এবং প্রয়োনীয় চিকিৎসা দেয়া হবে।

পিবিএ/ সঞ্জীব কুমার দাস/ মোআ

আরও পড়ুন...