কাপাসিয়ায় গণধর্ষণের অভিযোগে মামলা

সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় এক গৃহবধূ কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিন যুবককে আসামী করা হয়েছে এরা হলো উপজেলার সাফাইশ্রী এলাকার মফিজউদ্দিন মোল্লার ছেলে দলিল লেখক মোঃ মাহফুজুর রহমান রাসেল মোল্লা (৪০), মৃত শুক্কুর আলীর ছেলে এলপি গ্যাস ডিলার মোঃ খাইরুল আলম সবুজ (৩৮) ও মৃত আবুল হোসেনের ছেলে দলিল লেখক মোঃ জাকির হোসেন সোহেল (৩৯)।

পুলিশ গতকাল বুধবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাফাইশ্রী এলাকার এক গৃহবধূর স্বামীর সহকর্মীসহ তিন যুবক দীর্ঘদিন যাবৎ কৌশলে ওই গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে আসছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে যুবকদের প্রস্তাবে অসামাজিক কাজ করতে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধুকে জিম্মি করে ধর্ষণ করত তিন যুবক।

বিষয়টি তার স্বামী জানতে পারলে তার সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে গত ২৪ আগস্ট ওই তিন যুবক গৃহবধূর বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুঁশিয়ারি দিয়ে আসে। অন্যথায় তাকে ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। রাতে মামলা দায়ের করেন গৃহবধু। এ বিষয়ে মোঃ মাহফুজুর রহমান রাসেল মোল্লা জানান, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

ওই গৃহ বধূর স্বামীর সাথে তাদের আর্থিক বিষয়ে বিরোধ থাকায় ধর্ষণের নাটক সাজিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর পাঠানো হয়েছে। আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...