সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া(গাজীপুর): যথাযোগ্য মর্জাদায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহদাৎ দিবস ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে স্থানীয় উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে পুস্পস্তকব অর্পন করেন। এ সময় কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা প্রানীসম্পাদ কর্মকতা মো. আনিসুর রহমান, মৎস্য কর্মকতা হারুন উর রশিদ,শিক্ষা কর্মকতা মাহবুবুল আলম সহ প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন। এদিকে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পন করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লা‘র সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান, ভাইস-চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা: রওশনারা সরকার প্রমুখ। এছাড়া বাংলাদেশ কৃষকলীগ কাপাসিয়া উপজেলা শাখা আলোচনা সভঅ ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। সকালে মোল্লা টাওয়ারে উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটিন সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোনের মোল্লা। এদিকে উজেলা সনমানিয়ার মরিয়ম ভিলেজে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অপর দিকে সনমানিয়া ইউনিয়নের চন্ডালহাতা ইসলামীয়া নুরানী মাদ্রাসায় মিলাদ.দোয়া ও এতিমদের মধ্যে তবারক বিতরন করা হয়। ্দিকে উপজেলার শরীফ মমতাজ উদ্দিন কলেজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ, তারাগঞ্জ কলেজ ,কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে জাতীয় দিবস পালন করা হয়েছে।
পিবিএ/এসডি