সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়ীবাড়ি গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত চাঁন বানুর পুত্র হাদিউল ইসলাম ও একই গ্রামের মারিয়ার পিতা আকতার হোসেনকে কাপাসিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে দুই পরিবারকে ১০ হাজার টাকা করে পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমানত হোসেন খান তাঁর দপ্তরে তাদের হাতে তুলে দেন। এ সময় ওই এলাকার আওয়ামলীগ নেতা সাংবাদিক মো. মজিবুর রহমান সহ পরিষদের কর্মকতারা উপিস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সিংহশ্রীর বড়ীবাড়ি থেকে বেড়াতে গেলে একটি অটোকে মাইক্রোবাস চাপা দিলে চাঁন বানু, মারিয়াসহ ৪জন নিহত হয়। এসময় আরো পাঁচজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করায় কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে তাঁরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন নিহত পরিবারের সদস্যরা।
পিবিএ/এসডি