কাপাসিয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে টোক ইউনিয়নের উজলী দিঘিরপাড় হতে শুক্রবার রাতে ৩ মাদক ব্যবসায়ীকে কাপাসিয়া থানার স্থানীয় টোক তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিক্রির সময় ৩ পিস ইয়াবা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের সকালে তাদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তার
প্রতীকী ছবি

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কাপাসিয়া-টোক সড়কের উজলী দিঘিরপাড় বাজার এলাকায় সংলগ্ন বিক্রি করছে এমন খবর পেয়ে টোক ফারির পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশকে দেখে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যেতে চাইলে এলাকার লোকজনের সহায়তার পুলিশ তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ভূঁইয়ার চরের আঃ রশিদের পুত্র মোঃ রবিন মিয়া (১৯), চরফরাদীর মোঃ রুবেল মিয়ার পুত্র মোঃ পিয়াস (১৮) ও একই এলাকার মোঃ মোমিনের পুত্র আফ্রিদী হাসান (১৮) । তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। থানা পুলিশের এএসআই মাসুদ রানা বাদী হয়ে কাপাসিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পিবিএ/এসকেডি/আরআই

আরও পড়ুন...