কাপাসিয়ায় ৬২ জন করোনা আক্রান্তের ৩২জনই স্বাস্থ্য কর্মী

পিবিএ,কাপাসিয়া: গাজীপুরে কাপাসিয়া উপজেলায় প্রতিদিনই বেড়ে চলেছে কভিড-১৯ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। ব্যক্তিগত সুরক্ষা উপকরণের (পিপিই) সংকটের মধ্যেই এখনো পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবে বিপত্তি ঘটছে লক্ষণ গোপন করে হাসপাতালে যাওয়া রোগীদের নিয়ে। অনেকে তথ্য গোপন করে হাসপাতালে যাওয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এমন পরিস্থিতিতে বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল তাদের সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সব মিলিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম। গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ১৮ এপ্রিল পর্যন্ত মোট ১৫৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্তের তথ্য জানানো হয়েছে৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫৯ জনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ৯ জন চিকিৎসক এবং ১২ জন নার্সসহ জেলা স্বাস্থ্য বিভাগেরই মোট ৫৭ জন করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এর মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফই হলো ৩২ জন। গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তের সংখ্যা গাজীপুর জেলায় সবচেয়ে বেশি। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ এ পর্যন্ত হাসপাতালের মোট ৩২ জন স্টাফ করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, নার্স, অন্য বিভাগের কর্মী ও তাদের স্বজনরা রয়েছেন। আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ১৮এপ্রিল (শনিবার) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের মোট ১৯ জন নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ জন নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ১ জন, আউটসোর্সিং এর ২ জন এবং হাসপাতালের কর্মরত আরো ১৯ কর্মী রয়েছেন। এর আগে গত ১৬ এপ্রিল (বুধবার) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ৩ জন, স্টোর কিপার ১ জন, টেকনিশিয়ান ১ জন, স্বাস্থ্য সহকারী ৬ জন এবং হিসাব রক্ষক ও একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এনিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ৩২ করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০ জন চিকিৎসক ও ২৬ জন নার্স সহ প্রায় ৭০ জন হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত এর মধ্যে ৩২ জনই করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হওয়ার পর আইসোলেশনে রয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো ৩২ জন পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। কাপাসিয়া উপজেলায় করোনা পজেটিভ (সনাক্ত) হয়েছে মোট ৬২ জন। এর মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স সহ ৩২ জন স্টাফের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মামুনুর রহমান।
পিবিএ/সঞ্জীব কুমার দাস/এএম

আরও পড়ুন...