সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া (গাজীপুর) : করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে কাপাসিয়া উপজেলা লোক সমাগম ঠেকাতে কাপাসিয়া উপজেলার কয়েকটি হাটবাজার লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এক গণবিজ্ঞপ্তির জারির মাধ্যমে এ ঘোষণা করেন।
ফলে উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে কাপাসিয়া উপজেলা সদর বাজার, দশ্যনারায়নপুর বাজার,তরগাঁও হাসপাতাল মোর বাজার, আড়াল বাজার, বীরউজলী বাজার, ত্রিমুহনী বাজার। এ ঘোষণার পর থেকে এইসব বাজারের কোন দোকান খোলা যাবে না। শুধু মাত্র ওইষধের দোকান ছাড়া অন্য দোকান খোলা রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গন বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়াছে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ৩৩ জন করোনা রুগী সনাক্ত হয়েছে।
পিবিএ/সঞ্জীব কুমার দাস/মোআ