পিবিএ,কাপাসিয়া(গাজীপুর): গতকাল মঙ্গলবার বিকালে কাপাসিয়া বাজারে বেশী দামে পেয়াজ বিক্রির অভিযোগে ভ্রামামান আদালত বাজারের কয়েকজন পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা আদালত পরিচালনা করেন। এ সময় কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত বাজারে প্রবেশ করলে কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বেশি দামে পিঁয়াজ বিক্রির অপরাধে পেয়াজ ব্যবসায়ী রহিম কে ৫ হাজার টাকা,মাসুমকে ৫ হাজার, নাজমূলকে ২ হাজার টাকা, সিরাজুলকে ২ হাজার টাকা, পলয়কে ১ হাজার টাকা ও আমজাতকে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় করেন কাপাসিয়া থানা এস আই নয়নসহ আনসার সদস্যরা।
পিবিএ/সঞ্জীব কুমার দাস/এসডি