কাপড়ের দাগ কিভাবে দূর করবেন?

পিবিএ, ডেক্স: কাপড়ে দাগ লাগা স্বাভাবিক একটি বিষয়। কিন্তু কাপড় থেকে দাগ তোলাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক চেষ্টা করেও অনেকে কাপড় থেকে দাগ তুলতে ব্যর্থ হন। অবশ্য কয়েকটি কৌশল জানলে এই কাজটি খুব সহজেই করা যায়। দেখে নিন সেগুলো-

-কাপড়ে চা ও কফির টাটকা দাগ লাগলে কুসুম গরম পানি ও বোরিক পাউডারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

-সিল্ক অথবা শিফন শাড়িতে যদি মাংস, মাছ বা তরকারির ঝোল লাগে তবে ওই দাগ লাগা অংশের নিচে একটা ব্লটিং পেপার ধরুন এবং দাগের ওপরে ট্যালকম পাউডার ছড়িয়ে পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে থাকুন।

-রঙিন জামা কাপড় থেকে ফলের রসের দাগ তুলতে প্রথমে কাপড়টা অ্যামোনিয়া এবং পরে পেট্রোলে ভিজিয়ে রাখুন। এতে কাপড়ের রঙের কোনও ক্ষতি হবে না।

-পানের দাগ লাগলে সেই অংশে লেবু অথবা দই লাগিয়ে দিলে দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসবে।

-বল পয়েন্টের দাগ লাগলে জামার যেখানে দাগ লেগেছে সেখানে তুলোয় করে মিথিলেটেড স্পিরিট নিয়ে ঘষে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

-সাদা কাপড় ব্যবহার করতে করতে হলদেটে হয়ে গেলে গরম পানিতে সাবান গুলিয়ে ফুটিয়ে নিন। এরপর নীল দিয়ে রৌদ্রে শুকাতে দিন।

-রঙিন কাপড় কাচার আগে পানিতে লবণ মিশিয়ে কাপড় ভেজাবেন। এতে করে রঙ ওঠার ভয় থাকবে না।

-যাদের খুব ঘাম হয়, তাদের পোশাক কাচার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন।

 

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...