পিবিএ,ধর্ম: মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন কাবা শরিফ। আল্লাহর ঘর নিয়ে মুমিন মুসলমানের আগ্রহের শেষ নেই। কালো গিলাফে আবৃত কাবা শরিফের দিক বা প্রান্ত পরিচিতি ও এর পরিমাপই বা কে জানে। সম্প্রতি হারামাইন ডটইনফোতে পবিত্র কাবা শরিফের পার্শ্ব ও উচ্চতার পরিমাপ তুলে ধরা হয়।
> দক্ষিণ পার্শ্ব
কাবা শরিফে দক্ষিণ-পূর্ব কোণে হাজরে আসওয়াদ স্থাপিত। এখান থেকে তাওয়াফ শুরু হয়। আর দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে রোকনে ইয়ামেনি। এ পাশটির দৈর্ঘ্য-
– মিটার : ১১
– ফুট : ৩৬.০৮৮৮
– ইঞ্চি : ৪৩৩.০৬৫৬
– হাত : ২৪.০৫৯২
> উত্তর পার্শ্ব
কাবা শরিফের যে পাশটি বৃত্তাকার দেয়াল তথা হাতিমে কাবায় ঘেরা। এ পাশটি উত্তর পূর্ব (রোকনে ইরাকি) কোণ ও উত্তর পশ্চিম (রোকনে শামি) কোণ। এ পাশটির দৈর্ঘ্য-
– মিটার : ১০.৫
– ফুট : ৩৪.৪৪৮৪
– ইঞ্চি : ৪১৩.৩৮০৮
– হাত : ২২.৯৬৫৬
> পূর্ব পার্শ্ব
হাজরে আসওয়াদ থেকে মুলতাজেম ও কাবা শরিফের দরজা হয়ে ইরাকি কোন পর্যন্ত অংশটুকু হলো পূর্ব পার্শ্ব। যেখানে দাড়িয়েই বেশির ভাগ সময় কাবা শরিফের নামাজ পরিচালনা করা হয়। এ পাশেই মাকামে ইবরাহিম অবস্থিত। এ পাশটির দৈর্ঘ্য-
– মিটার : ১২.৫
– ফুট : ৪১.০১
– ইঞ্চি : ৪৯২.১২
– হাত : ২৭.৩৪
> পশ্চিম পার্শ্ব
কাবা শরিফের পশ্চিম উত্তর (রোকনে শামি) কোণ থেকে পশ্চিম দক্ষিণ (রোকনে ইয়ামেনি) কোণ পর্যন্ত পশ্চিম পার্শ্ব ঘেরা। কাবা শরিফের এ পাশটি দৈর্ঘে্য বেশি। এ পাশটির দৈর্ঘ্য-
– মিটার : ১৩
– ফুট : ৪২.৬৫০৪
– ইঞ্চি : ৫১১.৮০৪৮
– হাত : ২৮.৪৩৩৬
> কাবা শরিফের উচ্চতা
কাবা শরিফের পার্শ্বের দৈর্ঘ্যের চেয়ে এর উচ্চতা বেশি। কাবা শরিফের উচ্চতা হলো-
– মিটার : ১৪
– ফুট : ৪৫.৯৩১২
– ইঞ্চি : ৫৫১.১৭৪৪
– হাত : ৩০.৬২০৮
উল্লেখ্য যে, দক্ষিণ পার্শ্ব তথা রোকনে ইয়ামেনি ও হাজরে আসওয়াদের কোণকে রোকনে ইয়ামেনি বলে। পূর্ব পার্শ্বকে রোকনে হাজরে আসওয়াদ বলে। উত্তর পার্শ্বকে রোকনে ইরাকি এবং পশ্চিম পার্শ্বকে রোকনে শামি বলা হয়।
পিবিএ/এসডি