কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিতহ ১৬

পিবিএ ডেস্ক: কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। ওই বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার এক আফগান কর্মকর্তা একথা জানিয়েছেন।

সোমবার রাতে গ্রিন ভিলেজের কাছে একটি আবাসন এলাকায় তীব্র বিস্ফোরণ হয়। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাসরত রাহিমি জানিয়েছেন, গ্রিন ভিলেজের দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টরের কারণে বিস্ফোরণ হয়। রাতভর উদ্ধার অভিযানের শেষে রাহিমি জানিয়েছেন, ‘ওই হামলায় ১৬ জন নিহত এবং ১১৯ জন আহত হয়েছেন’।

হামলার দায় স্বীকার করে নিয়েছে তালেবান। এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন দূত আফগান সরকারের সঙ্গে চুক্তির উল্লেখ করে ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে ধাপে ধাপে ৫৪০০ মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে।
সরকারি এই মুখপাত্রের দাবি, তালেবানের হামলার টার্গেট ছিল ‘গ্রিন ভিলেজ’ চত্বর। কাবুলের ওই এলাকায় একাধিক আন্তর্জাতিক সংগঠনের দপ্তর রয়েছে। আছে গেস্ট হাউজও। ফলে, বিদেশিদের আনাগোনাও সেখানে বেশি। বিস্ফোরণের পর রাতের কাবুলের আকাশ কালো ধোয়ায় ছেয়ে যায়।

সরকারেরই আর একটি সূত্র জানিয়েছে, তালেবানরা এদিন গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণ আগে বিস্ফোরক ঠাসা গাড়িটি গ্রিন ভিলেজ চত্বরে রেখে গিয়েছিল তালেবান জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা এদিনের বিস্ফোরণকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তানে পুনরায় সক্রিয় হয়ে উঠছে তালেবান। গত আগস্টের শুরুতে এই কাবুলেই গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটায় তালেবান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...