কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণ: নিহত ২

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের বাইরে বোমার বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে দক্ষিণ এশীয় দেশটির রাজধানীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মেয়ার বিস্ফোরণের পর দুইজনের মৃতদেহ ও আহত ১০ জনকে হাসাপাতালে পাঠানোর হয়েছে বলে জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

কাবুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকার অপেক্ষা করছিল, তখনই ওই বোমার বিস্ফোরণ ঘটে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী ঘটনার পরপরই একটি গাড়িতে আগুন ধরে যেতে দেখা যায় বলে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের কাছে থাকা আরেকটি বোমা নিস্ক্রিয় করেছে, বলেছেন কাবুল পুলিশের মুখপাত্র ফারামার্জ ফিরদাউ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...

preload imagepreload image