পিবিএ,ঢাকা: অদ্য ১৪ ডিসেম্বর রাজধানীর রাসেল স্কয়ার রোডের সামনে কাভার্ডভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যানা যায় কাভার্ডভ্যানটি একাধিক রিকশায় ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্বে পুলিশ বক্সের উপর উঠিয়ে দেয়। নিহত দুজনের মধ্যে একজন রিকশাচালক, অপরজন আরোহী। এ ঘটনায় আরো দুজন আহত হয় তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিএমপি কলাবাগান থানার পুলিশ অজ্ঞাতনামা চালক এবং হেলপারকে আসামি করে কলাবাগান থানায় (মামলা নং-০৪ তারিখঃ ১৪/১২/২০২২ ধারা-১০৫/৯৫ সড়ক পরিবহন আইন ২০১৮) মামলা দায়ের করেন। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২’র আভিযানিক দল অভিযান পরিচালনা করে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের আসামী ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ স্বপন মিয়া (২৬)-কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কাভার্ডভ্যানটি আশুলিয়া থেকে গার্মেন্টস পন্য নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে রাসেল স্কয়ার সিগন্যালে দাঁড়িয়ে থাকা রিকশার উপরদিয়ে উঠিয়ে দিয়ে রাস্তার পার্শ্বে থাকা পুলিশ বক্সকে ধাক্কাদিয়ে দুমড়ে মুছরে দেয়। দ্রুত গতিতে কাভার্ডভ্যানটি চালানোর জন্য গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় ঘটনাটি ঘটেছে বলে সে জানায়। পরবর্তীতে ঘটনা ঘটার পর কাভার্ডভ্যান চালক দ্রুত কাভার্ডভ্যান থেকে নেমে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তেজগাঁও এলাকায় আত্মগোপন করে। সেখান থেকে র্যাব-২ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
আটককৃত আসামির দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষন করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হেলপারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।