পিবিএ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যান চাপায় মুত্যু হয়েছে ফরিদ আহমেদ নামে হাইওয়ে পুলিশের এক এসআইয়ের।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট এলাকার গেড়ারুপ এলাকার মানিকের ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে ঢাকাগামী কাভার্ডভ্যান ফরিদ আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
পিবিএ/এএইচ