পিবিএ ডেস্ক: ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে আল-জাজিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদরের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। তবে মোট আহতের সংখ্যা এখনো নিশ্চিত হতে পারেনি সরকারি কর্তৃপক্ষ।
পিবিএ/এমএসএম