পিবিএ,রংপুর: রংপুর কারমাইকেল কলেজিয়েট পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং শিক্ষার্থীদের মারধরের অভিযোগে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারী বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর শনিবার কলেজের হল রুমে সংবাদ সম্মেলন করেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া।
এ সময় তিনি একটি লিখিত বক্তব্য বলেন, গত ৩ ফেব্রয়ারী ৭১ টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াতে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া এবং মারধরের ঘটনায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্তি ক্লাস এবং সাপ্তাহিক, মাসিক ও মডেল টেষ্ট পরীক্ষার ফিস বিজ্ঞান বিভাগ ১৭’শ টাকা মানবিক ও ব্যবসয়িক শিক্ষা বিভাগ ১৬শ” টাকা করে গত ডিসেম্বর মাসে নেয়া হয়। এখানে কোচিং ফিসের টাকার জন্য শিক্ষার্থীদের মারধরের বিষয়টি সম্পূর্ন্য মিথ্যা ও উদ্যেশ্য প্রনোদিত।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ওই খবর এবং ৭১ জার্নালে ২ বছর আগে বিশজন শিক্ষার্থী মাথা ন্যাড়া করে দেয়ার আর একটি গুরুতর অভিযোগ উঠে। কিন্তু সে সময় আমি চিকিৎসার জন্য ভারতে ছিলাম। ওই ঘটনায় শিক্ষা মন্ত্রনালয় ও মানবাধিকার কমিশনের পক্ষ তদন্ত করা হয়। ওই ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি। এদিকে আমার বিরুদ্ধে ৭১ টিভিতে এ ধরনের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হওয়ায় আমি বিস্মিত। এ জন্য আমরা তীব্র নিন্দা, ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য সংবাদটি প্রকাশিত হবার নগরীর লালবাগ ও প্রেসক্লাবের সামনে বিক্ষুদ্ধ নাগরীক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা ৭১ টিভির রংপুর ব্যুরো চীফ শাহ বায়োজিদ আহম্মেদেও অপসারণ সহ ক্ষমা প্রার্থনার দাবি জানান। এসময় এক বিএনপি পন্থি শিক্ষককের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের গুরুত অভিযোগ উঠে। তার উত্তরে তিনি বলেন, ম্যানেজিং কমিটি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।
পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম