কারাগারে সহিংসতায় ব্রাজিলে ১৫ জন নিহত

ব্রাজিলের একটি কারাগারে বন্দীদের মধ্যে সহিংসতার ঘটনায় ১৫ নিহত হয়েছে

পিবিএ,ডেস্ক: ব্রাজিলের একটি কারাগারে বন্দীদের মধ্যে সহিংসতার ঘটনায় ১৫ নিহত হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে । আঞ্চলিক কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২৬মে )উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

রবিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের রাজধানী মানাউস থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটি পরিদর্শনের সময় সহিংসতার সূত্রপাত হয়।

এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ওই একই কারাগারে বিদ্রোহের ঘটনা প্রায় ২০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এতে প্রায় ৫৬ জন বন্দি নিহত হয়েছিল।

২০১৬ সালের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বন্দীর অবস্থান ব্রাজিলে। সেখানকার বিভিন্ন কারাগারে ৭ লাখের বেশি বন্দী রয়েছে। বেশিরভাগ কারাগারেই ধারণ ক্ষমতার অতিরিক্তি বন্দী রাখা হয়। ফলে সেখানে সহজেই দাঙ্গা পরিস্থিতির শুরু হয়ে যায়।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...