কারা বন্দীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

gopal-pba

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা কারাগারে আটককৃত কারা বন্দীদের সংশোধনের লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা কারাগারে ব্যতিক্রম ধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার সকালে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
জেল সুপার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ তরুন মন্ডল, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোঃ মাস-উ-দুল হক উপস্থিত ছিলেন।

এসময় তিনি কারা বন্দীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে তিন শতাধিক কারা বন্দীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমেডি শো অনুষ্ঠিত হয়।

কারা বন্দীদের উদ্যেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধী, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছে তাই এই ধংসের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আমরা গড়ে তুলি মাদক মুক্ত সমাজ ও সমৃদ্ধশালী দেশ। #

পিবিএ/বাসা/হক

আরও পড়ুন...