কারো দয়ায় নয় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মীর নাছির

কারো দয়ায় নয় আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মীর নাছির

পিবিএ,হাটহাজারী: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন,আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।বিএনপি জনগনের দল,মাটি ও মানুষের দল।বিএনপি ইসলামী মুল্যবোধের সমুন্নত রেখে সারাদেশে একটি বিশাল দল হিসেবে পরিচিত হয়েছে।

দল মত নির্বেশেষে বেগম জিয়ার কারা বরনকে আমরা মেনে নিতে পারছিনা।তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব মিশে আছে। তিনি বাংলাদেশের নতুন পরিচয় দিয়েছিলেন। তিনি তার ১৯ দফার দর্শনে বাংলাদেশের সবকিছু তুলে ধরেছেন। যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করে তারা সেদিন দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল।

অর্থনীতি আবদ্ধ করে রেখেছিল। শহীদ জিয়া সেসব মুক্ত করে দেশের মানুষকে নতুন পথ দেখিয়ে গেছেন। সে পথেই আজকে বাংলাদেশ এগোচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন তিনি। আজকের উন্নত কৃষি তথা উচ্চ ফলনশীল ধান চাষের ব্যবস্থা তিনিই করেছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ছিলেন সফল। বাংলাদেশকে গণতান্ত্রিক রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। তার অসমাপ্ত কাজ ও স্বপ্ন পূরণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন। তিনি শহীদ জিয়ার পতাকা সমুন্নত রাখতে পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন। আজ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে। যারা গণতন্ত্র ও মৌলিক অধিকারে বিশ্বাস করে না, তারা আজকে বেগম জিয়াকে কারা অন্তরীণ করে রেখেছে। আর এটা করেছে একটি কারণে, তারা বেগম জিয়াকে ভয় পায়।

বৃহস্পতিবার (৩০মে) বিকালে হাটহাজারী পৌর সভার একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী পালন ও পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠন হাটহাজারী উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন।

হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে পৌরসভা বিএনপির আহবায়ক মো: জাকের হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আইয়ুব খানের যৌত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নতা কর্মিরা উপস্থিত ছিলেন।

পিবিএ/কেএএস/আরআই

আরও পড়ুন...