পিবিএ ডেস্ক: আর মাত্র কয়দিন পর শুরু হয়ে যাবে বিশ্বকাপের ময়দানি লড়াই। এর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো। কার্ডিফে বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্রতিযোগিতার অন্যতম সেরা দল পাকিস্তানের।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দল দুটি। এই ভেন্যুতে লড়াই বলে লাল-সবুজ শিবির একটু বেশি উজ্জীবিত। এখানেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। বছর দুয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকেও হারিয়েছে তারা। অর্থাৎ কার্ডিফ বাংলাদেশের সুখস্মৃতিতে ঠাসা।
কার্ডিফ নিয়ে স্বস্তির কথা বললেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও-“এই মাঠ দেখলে আমাদের আনন্দ লাগে। এই মাঠে আমাদের রেকর্ড অনেক ভালো। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই জিতেছি। আল্লাহর অশেষ রহমতে এই মাঠ দেখলে আমাদের ভালো লাগে, নিজেদের আত্মবিশ্বাসী মনে হয়।”
তাছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। গেল ১১ ম্যাচের সবকটিতেই হেরেছে পাকিস্তান। এমনকি গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে তারা। অন্যদিকে, ইংল্যান্ডে যাওয়ার আগে বাংলাদেশ আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দেশের প্রথম শিরোপাটা জিতে। তাও অপরাজিত চ্যাম্পিয়ন! ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালসহ ওখানে তিনবার হারিয়েছে তারা।
মূল একাদশ শুধু নয়, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও ফর্মে। বিশ্ব র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পাকিস্তান ছয়, বাংলাদেশ সাত।
২০১৫ সাল থেকে পাকিস্তানকে টানা হারিয়েই যাচ্ছে বাংলাদেশ। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচেও হারেনি টাইগাররা। শুধুই জয় সঙ্গী হয়েছে। চার ম্যাচে লড়াই করে চারটিতেই জিতেছে তারা। আজকের লড়াইয়ে এর ব্যতিক্রম হবে না বলে সবার বিশ্বাস।
পিবিএ/আরআই