কালাইয়ে আলুক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ, পরিবারের দাবি হত্যা

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের একটি আলুর মাঠ থেকে আব্দুল মালেক খান ফটো (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১:৩০ মিনিটের দিকে ওই ইউনিয়নের কুজাইল দিঘীর দক্ষিণ পার্শ্বে বড়কোদাল নামক মাঠের আলু ক্ষেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

নিহত আব্দুল মালেক খান ফটো উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি উপজেলার বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিওন ছিলেন।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে আব্দুল মালেক ফটু নিজ বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্ধ্যান মিলেনি ফটুর। আজ শুক্রবার সকালে ৭/৮ কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলু ক্ষেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে মাঠে মরদেহ পাওয়ার খবর শুনে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মোটরসাইকেটি পড়েছিল রাস্তার পাশে।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে যায়। পরে রাতে আর বাড়িতে ফিরেননি। সারারাত খোঁজাখুজি করে বাবার কোন সন্ধ্যান না পেয়ে সকালে থানায় গিয়ে পুলিশকে অবগত করেছি। পরে শুনতে পাই আলু ক্ষেতে একটা মরদেহ পরে আছে। সেখানে গিয়ে দেখি মরদেহটি আমার বাবা।

তিনি আরও বলেন, আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিল। আমার বাবাকে কেউ বা কাহারা হত্যা করে মরদেহ আলু ক্ষেতে ফেলে গেছে। তাছাড়া বাবার মোটরসাইকেল সড়কের পাশে পড়ে আছে আর মরদেহ রাস্তা থেকে দূরে আলুর জমিতে কেন? আমি হত্যাকান্ডের বিচার চাই।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...