কালাইয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

পিবিএ, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভুগোইল গ্রামে ৭বছরের বাক ও বধির প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা অভিযুক্ত মকবুল হোসেনের ছেলে মেহেদী হাসানকে বৃহস্পতিবার রাতে আটক করেছে কালাই থানা পুলিশ। এই ঘটনায় আটক বখাটেকে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের ভুগোইল গ্রামে ৭বছরের বাক ও বধির প্রতিবন্ধী শিশুটি বৃহস্পতিবার দুপুরে গোসল করার পর ওই শিশুকে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। এক সময় বিকেলে প্রতিবেশী মেহেদী হাসানের ঘরে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তার মা। পরে গ্রামবাসীরা মেহেদী হাসানকে আটকে রেখে ওই নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে তার অবস্থার দেখে কর্মরত চিকিৎসক তাকে জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমান সেই শিশু জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎধীন রয়েছে। এদিকে একটি প্রতিবন্ধী শিশুর উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তার সুষ্ট বিচার দাবী করেছেন স্বজন ও প্রতিবেশীরা।
উপজেলার ভুগোইল গ্রামের প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, এই ঘটনা আমাদের গ্রামে সর্বপ্রথম ঘটেছে। ওই প্রতিবন্ধী শিশুটির উপর মেহেদী হাসান যে অমানবিক নির্যাতন করেছে আমরা তার ফাসিঁ চাই।
ধর্ষিতা শিশুটির বাবা বলেন, আমার ৭বছরের বাক ও বধির প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে মেহেদী হাসান তার বাড়িতে ডেকে নিয়ে নিজ শয়নকক্ষে তাকে জোরপূর্বক ধর্ষন করে। বর্তমানে সে অসুস্থ অবস্থায় আছে। এই ঘটনায় আমি সুষ্ঠ বিচার দাবী করছি।
উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মেম্বার হেলাল উদ্দিন বলেন, আমি শুনেছি মেহেদী হাসান ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষন করেছে।
মেহেদী হাসানের সৎমা রশিদা বেগুম বলেন, আমার ছেলে এই ধরনের নয়। তার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটে গেল আমরা বুঝতে পারলাম না।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নীলিমা আফরিন অর্নিবাণ বলেন, গতকাল সন্ধ্যায় প্রতিবন্ধী শিশুটির পরিবার হাসপাতালে নিয়ে এসে বলে এই শিশুটি ধর্ষনের স্বীকার হয়েছে। যেহেতু আমাদের কাছে ধর্ষনের আলামত সংগ্রহের কোন ব্যবস্থা নেই। সেহেতু আমরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করতে বলি।
এই বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার রায় বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে ভুগোইল গ্রামের গিয়ে জনতার হাতে অবরুদ্ধ অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই রাতেই কালাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পিবিএ/এবিসি/হক

আরও পড়ুন...