কালিহাতীতে অজ্ঞাত ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত ট্রাকচাপায় রাসেল(৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত রাসেল উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের শামেস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার বিষয়ে এলেঙ্গা-মধুপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ জানান,টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আরও পড়ুন...