মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে আন্তঃ জেলা অপহরণ ও ছিনতাই চক্রের মূলহোতা ইউনুছ আলী(৩২)কে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
শনিবার(২৫ জানুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে মির্জাপুর থানার পাকুল্লা এলাকায় থেকে আন্তঃ জেলা অপহরণ ও ছিনতাই চক্রের মূলহোতাকে আটক করা হয়।
আটককৃত হলেন, লালমনিহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মো: ইউনুছ আলী(৩২)।
কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, হাসান তালুকদার নামের এক ব্যক্তি ঢাকা মাটিকাটা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যুগে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসেন। এলেঙ্গা বাসস্ট্যান্ড হতে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন প্রাইভেটকারের পিছনের ছিটে উঠার পরে আরোও ০৩ জন যাত্রীবেশী আসামী উক্ত প্রাইভেটকারে উঠিয়া বসে। আসামী সামনের ছিটে এবং অপর দুইজন প্রাইভেটকারের পিছনে হাসানের দুইপাশে বসিয়া ঢাকা অভিমুখে রওনা করে। কিছুদুর যাওয়ার পরে হাসান তালুকদারের চোখ বাধিয়া মারপিট করে মুক্তিপণ দাবি করেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গা থেকে মুক্তি পনের টাকা বিকাশের মাধ্যমে পাঠায়।
এ বিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে এসআই ইমাম ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে নগদ পঁচিশ হাজার টাকা ও ভিকটিম হাসান তালুকদারকে উদ্ধার করি। অপহরণ ও ছিনতাই চক্রের মূলহোতা ইউনুছ আলীকে আটক করি। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।