কালিহাতীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সভা

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেই “চারপাশ রাখি পরিস্কার ডেঙ্গুসহ মশাবাহিত রোগবালাই করি প্রতিকার” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী পৌরসভার আয়োজনে বুধবার(২ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী পৌর প্রশাসক শাহাদাত হুসেইন।

এসময় কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী,কালিহাতী পৌর জিয়া পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রশিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতিরোধকল্পে ২ মাস ব্যাপী বিভিন্ন কর্মপরিকল্পনায় বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে কালিহাতী পৌরসভার ৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...